ভুগোলেগবেষণা পদ্ধতির প্রকারভেদ (Types of Research Method in Geography)

ভুগোলেগবেষণা পদ্ধতির প্রকারভেদ (Types of Research Method in Geography)
ভুগোলে গবেষণা পদ্ধতির প্রকারভেদ (Types of Research Method in Geography) গবেষণা পদ্ধতির প্রকারভেদ নানাভাবে করা যায়।   গবেষণা পদ্ধতির প্রকারভেদ নিম্নরূপ  -  ১. মাত্রিকতা নির্ভর গবেষণা (Quantitative research)   ২. গুননির্ভর গবেষণা (Qualitative research)। এছাড়া, আরেকভাবে গবেষণা পদ্ধতির শ্রেণীবিভাগ করা যায়। এটি হলো ১. বিশুদ্ধ গবেষণা পদ্ধতি  ২. বর্ণনামূলক গবেষণা পদ্ধতি  ৩. অভিজ্ঞানমূলক গবেষণা পদ্ধতি  ৪. প্রায়গিক গবেষণা পদ্ধতি ৫. কর্মপন্থা মূলক গবেষনা-পদ্ধতি  ৬. কর্মরূপায়ণ সংক্রান্ত গবেষণা পদ্ধতি । ১. মাত্রিকতা নির্ভর গবেষণা (Quantitative research) :  মাত্রিকতা নির্ভর গবেষণার ভিত্তি হলো যুক্তিবাদী দর্শন যা একটি দৃঢ়, সুগঠিত এবং পূর্ব নির্ধারিত কার্যক্রম অনুসারে অনুসন্ধান প্রক্রিয়া সম্পন্ন করে। যুক্তিনির্ভর এই গবেষণায় চলক (Variables)-এর তারতম্যমূলক ব্যবহারকে পরিমাত্রিক (Quantitative) পরিসংখ্যান (Data) রূপে সংগ্রহ করা হয়, প্রচুর সংখ্যক নমুনা সংগ্রহ করে ব্যবহার করা হয় এবং পর্যবেক্ষণলব্ধ পরিসংখ্যা বিভিন্ন গাণিতিক পদ্ধতিতে পরিমাপ করার পরই তথ্যাদি উপস্থাপন করা হয়, যে তথ্যাদি হয় নির্ভরযোগ্য, প্রয়োগযোগ…

একটি মন্তব্য পোস্ট করুন