Transects and Quadrants (ট্রানজেক্ট ও কোয়াড্রেন্ট)

Transects and Quadrants (ট্রানজেক্ট ও কোয়াড্রেন্ট) :  ট্রানজেক্ট হলো একটি সরলরেখা যা টেপ, দড়ি অথবা তার দিয়ে টানা হয়। উদ্দেশ্য, এই রেখা ক্রমে অবস্থানকারী উপকরণসমূহ চিহ্নিত করা এবং নথিভুক্ত করা, যেমন এই রেখাক্রমে কী কী উদ্ভিদ প্রজাতি ভূমিরূপে দেখা যাচ্ছে, কী প্রকার ঘনত্ব বা পারস্পরিক দূরত্ব নিয়ে অবস্থান করছে, একইসঙ্গে কোন্ কোন্ বিশেষ উদ্ভিদ প্রজাতির আধিক্য অথবা অবস্থান রয়েছে তা নথিভুক্ত করা। টপোগ্রাফিক্যাল মানচিত্র আলোচনায় ট্রানজেক্ট চার্ট (Transect Chart)-এর ব্যবহার এই ধারণারই অনুসারী।  এই চার্টে একটি সেকশন বা সরলরেখার মধ্যে বা দুপাশে সংলগ্ন বস্তুসকল যেমন সমোন্নতিরেখা, নদীবিন্যাশ, উদ্ভিদ, সড়কপথ, বসতি প্রভৃতি চিহ্নিত করা হয় ট্রানজেক্ট চার্ট মধ্যে। বস্তু সমূহের পারস্পরিক অবস্থান ও সম্পর্ক নির্ধারনে এই ট্রানজেক্ট চার্ট বিশেষ উপযোগী। বৃহত্তর ক্ষেত্রে এটি সড়কপথকে ট্রানজেক্ট হিসেবে অনুসরণ করে সড়ক পথের দুপাশে সড়ক পথ সংলগ্ন এবং কাছে, অনতিদূরে বস্তু বা উপাদানের ভৌগোলিক দূরত্ব অনুযায়ী অবস্থান নির্ধারণ করে। কোয়াড্রেন্ট হল একটি কাঠামো যা হতে পারে বর্গাকৃতি বা চতুষ্কোণ বা অনুরূপ দৈর্ঘ্…

একটি মন্তব্য পোস্ট করুন