পরিবেশ ভূগোলের পরিধি [Scope of Environmental Geography]
পরিবেশ ভূগোলের পরিধি [Scope of Environmental Geography] পরিবেশ ভুগোলের আলোচনা ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ উপক্ষেত্র হল পরিবেশ ভূগোলের পরিধি। এই উপক্ষেত্রটি বর্তমানে পরিবেশ ভূগোলের যথার্থতার দাবি রাখছে। পরিধির মধ্যে দিয়ে একাধারে যেমন পরিবেশ সম্পর্কে সম্যক জ্ঞানের উপলব্ধি হয়, তেমনিই পরিবেশীয় ভূগোলের অসীমতা সম্পর্কেও জ্ঞান অর্জিত হয়। পরিবেশ ভূগোলের এই অতি গুরুত্বপূর্ণ ক্ষেত্র দুটি নিয়ে নিম্নে আলোচনা করা হল। পরিবেশ ভূগোলের সামগ্রিক আলোচনা ক্ষেত্রের পরিসরে থাকা এক অংশ হল পরিধি (scope)। ভূগোলের অন্যান্য শাখার ন্যায় পরিবেশ ভূগোলেরও এক অসীম পরিধি রয়েছে। পরিমাণ ও গুণমানগত এই দ্বৈত দিক থেকে বিচার করে দেখলে বোঝা যায় যে, পরিবেশ ভূগোলের পরিধি কতটা ব্যাপক। অধ্যাপক Savindra Singh-এর মতানুযায়ী, তিনটি মূল বিষয় সংঘবন্ধ হয়ে পরিবেশ ভুগোলের পরিধিটি সৃষ্টি করেছে। (a) প্রথম বিষয় (First Matter) পরিবেশ ভূগোলের পরিধি গঠনে সাহায্যকারী প্রথম বিষয়টি হল— পরিবেশের মৌলিক ধারণা এবং মানুষ ও সমাজের সাথে এর সম্পর্ক। এই বিষয়টি মূল বিষয় হিসাবে থাকলেও এর মধ্যে বেশ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়াবলি যুক্ত নয় আছে…