পরিবেশ ভূগোলের সংজ্ঞা (Definition of Environmental Geography)

পরিবেশ ভূগোলের সংজ্ঞা Definition of Environmental Geography Concept  বিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও তার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আলোচনা করা হয় তাকে পরিবেশ বিজ্ঞান (Environmental Science) বলে।  পরিবেশ ভূগোল (Environmental Geography) কিন্তু পরিবেশ বিজ্ঞানের কোনো অংশ নয়। এটি সম্পূর্ণরূপে ভূগোলের একটি শাখা যেখানে শুধু প্রকৃতি নয়, মানুষকেও সমান গুরুত্ব দেওয়া হয়। পরিবেশ ভূগোলে মানুষের সার্বিক ক্রিয়াকলাপকে স্থান (space) ও সময়ের (time) নিরিখে বিচার করা হয়। ধ্রুপদী ভূগোলের আদি মুহূর্ত থেকে আধুনিক ভূগোলের বর্তমান সময় পর্যন্ত যে সমস্ত নতুন ধারণা বা বিভাগ ভূগোলের বিষয়ভিত্তিক পরিসরে স্থান করে নিয়েছে তাদের মধ্যে অন্যতম হল পরিবেশ ভূগোল। ভূগোলবিদ্যার যে শাখায় পরিবেশ সম্পর্কিত সার্বিক আলোচনা এবং পরিবেশের সঙ্গে সাম্বন্ধিক বিভিন্ন বিষয় সম্পর্কে যথার্থ আলোচনা করা হয়, সেই শাখাটিকে পরিবেশ ভূগোল বলা হয়। আলোচ্য মূল শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল— 'Environmental Geography' অর্থাৎ এক কথায় বলতে গেলে বলা যেতে পারে যে, পরিবেশ ভূগোল হল পৃথিবীর পরিবেশ কেন্দ্রিক তথ…

একটি মন্তব্য পোস্ট করুন