পরিবেশ ভূগোলের ধারণা [Concept of Environmental Geography]
পরিবেশ ভূগোলের ধারণা [Concept of Environmental Geography] ভূগোল শাস্ত্রের আলোচনা ক্ষেত্রে বর্তমানে অধিক আলোচিত ও বিশ্লেষণাত্মক ক্ষেত্র হল পরিবেশ ভূগোল। ভূগোল শাস্ত্রে যে শাখায় আমাদের চারপাশের পরিবেশ সম্পর্কে যথার্থ নিবিড় বিশ্লেষণধর্মী আলোচনা করা হয়, সেই শাখাটিকে পরিবেশ ভূগোল বলা হয়। পরিবেশ ভূগোলের ইংরাজি প্রতিশব্দ হল Environmental Geography। ভূগোলের যে শাখার মূল কেন্দ্রেই পরিবেশ তাকেই পরিবেশ ভূগোল বলা হয়। মূলত পরিবেশ সংক্রান্ত বিষয়াবলির সংজ্ঞা, অর্থ, ভিত্তি, কার্যাবলি, গঠন, উপাদান, আন্তঃসম্পর্ক, বৈশিষ্ট্য, প্রকৃতি, প্রয়োজনীয়তা, প্রভাব, প্রভৃতি নানান বিষয়াবলি সম্পর্কে ভূগোলের যে শাখায় দীর্ঘায়িত ও বিশ্লেষণমূলক আলোচনা করা হয়, সেই শাখাটিকেই পরিবেশ ভূগোল বলে অভিহিত করা হয়। পরিবেশ ভূগোলে একাধারে যেমন পরিবেশের অতীত অবস্থা নিয়ে গভীর বিশ্লেষণ করা হয়, ঠিক তেমনই, পরিবেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও দীর্ঘ বিশ্লেষণভিত্তিক আলোচনা করা হয়। বর্তমানে ভূগোলের এই আলোচ্য শাখায় সাধারণত পরিবেশ সংক্রান্ত বিশ্লেষণমূলক আলোচনার সঙ্গে সঙ্গে পরিবেশের অবনমন, ক্ষতি, পরিবেশ পরিকল্পনা ও …