আবহাওয়া প্রভাবিত করা কারণ গুলো what are the factors that influe weather
আবহবিকার যেহেতু বিভিন্ন শিলাগুলির বিচূর্ণীভবন বা পরিবর্তন ঘটায় ফলে শিলার বিভিন্ন খনিজের সংযুক্তি, ফাটলের ধরণ পললের গঠন, ভাজ বা চ্যুতির অবস্থা ইত্যাদি
আবহাওয়া প্রভাবিত করা কারণ গুলো what are the factors that influe weather
1. শিলার বিভিন্ন খনিয়া ও তার গঠন (Composition and Structure of Rocks) আবহবিকার যেহেতু বিভিন্ন শিলাগুলির বিচূর্ণীভবন বা পরিবর্তন ঘটায় ফলে শিলার বিভিন্ন খনিজের সংযুক্তি, ফাটলের ধরণ পললের গঠন, ভাজ বা চ্যুতির অবস্থা ইত্যাদি আবহবিকারকে প্রভাবিত করে। খনিজের সংযুক্তির ক্ষেত্রে বিজ্ঞানী বাওয়েনের (Bowen) বক্তব্য হল এই যে সকল খনিজের রং গাঢ় সেগুলি বেশি আবহবিকার প্রবণ। কারণ এরূপ খনিজগুলি সাধারণত ক্ষারকীয় ধরনের এবং ক্ষারকীয় আগ্নেয়শিলায় রাসায়নিক আবহবিকার অধিক হয়। আবার শিলার প্রথনের ক্ষেত্রে দেখা যায় যে এর সুক্ষ্ম দানাযুক্ত শিলাগুলি অপেক্ষাকৃত তাড়াতাড়ি চূর্ণ বিচূর্ণ হয়। এই কারণে শিলার বিভিন্ন দানাগুলি আবহাওয়ার প্রক্রিয়ায় নানাভাবে সাড়া দেয় তখন শিলার মধ্যে ফাটল ধারণের সৃষ্টি ঘটে। আবার যে-সকল শিলা কার্বনেটযুক্ত কার্বনেট, ম্যাগনেশিয়াম কার্বনেট ইত্যাদি) সে সকল শিলা রাসায়নিক ভাবে পরিবর্তিত হয়। অন্যদিকে, উলম্ব ফাটল বা দারণযুক্ত শিলার উত্তাপের পার্থক্য বা তুষারের প্রক্রিয়া অধিক কার্যকরী হয়। অন্যদিকে যে সকল শিলায় ফাটল বা দারণ সমান্তরালভাবে থাকে তা অনেক বেশি সংঘবদ্ধ হয় বলে বিচুর্ণিভবন…